ভবঘুরেকথা

যেতে যেতে চায় না যেতে, ফিরে ফিরে চায়-
সবাই মিলে পথে চলা হল আমার দায় ॥

দুয়ার ধরে দাঁড়িয়ে থাকে– দেয় না সাড়া হাজার ডাকে-
বাঁধন এদের সাধনধন, ছিঁড়তে যে ভয় পায় ॥

আবেশভরে ধুলায় প’ড়ে কতই করে ছল,
যখন বেলা যাবে চলে ফেলবে আঁখিজল।
নাই ভরসা, নাই যে সাহস, চিত্ত অবশ, চরণ অলস-
লতার মতো জড়িয়ে ধরে আপন বেদনায় ॥

………………………
রাগ: কীর্তন
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!