ভবঘুরেকথা
বিজয় সরকার

সে দিনের আর কয় দিন বাকি
ও হে দীনবন্ধু হরি।
যে দিন জীবন শেষে পারঘাটাতে
ভিড়বে এসে পারের তরী।।

দিন কাটে মাটিরঘরে বসে
কালের স্রোতে দেয়ালের সেই মাটি যায় খসে;
ঘর বেদখল আজ নিজের দোষে
কেমনে বসবাস করি।।

সংসারের এই বেচাকেনাতে
দেউলে হয়ে ঘুরি মহাজনের দেনাতে;
মিশেছে বিষের বীণাতে
অমৃতের সুরলহরী।।

বন্ধুবান্ধব দেখি সমুদয়
সুখের সাথি সবাই তারা দু:খের ভাগি নয়;
তুমি সকলের কাছে সব সময়
সদা জাগ্রতপ্রহরী।।

নদীর বুকে আকাশছোঁয়া ঢেউ
পাগল বিজয় বলে, তুমি বিনা কান্ডারি নাই কেউ;
আমার সহজে কেটে যাবে ঢেউ
তুমি নৌকাতে দাঁড়াও হাল ধরি।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!