ভবঘুরেকথা
জালাল উদ্দিন খাঁ

স্বভাবে সাকার মানুষ আকার
অভাবেতে অবশিষ্ঠ থাকবে নিরজ্ঞন।।

শব্দ গন্ধ স্পর্শ আদি, রূপ-রস তার
চতুর্বিংশ তত্ত্ব নিয়ে গঠিত সংসার
অহম জ্ঞানে আমার আমার, ভোগবিলাসে লিপ্ত অনুক্ষণ।।

মহা- প্রাণের অঙ্গ হতে পরমানু
হয়ে খন্ড ভাবে বিরাজে প্রাণ সকল হৃদয়ে
প্রাণ টানে তাই সব সময়ে, নাম নিলে তার জুড়ায় জীবন।।

জীবত্বে ফুটিবে যখন সোহহংব্রহ্ম ভাব
বিশ্ব-প্রেমের ভান্ডারের হবে প্রীতি লাভ
চায় না তখন কোরান কেতাব স্বপ্ন-রাজ্যের সিংহাসন।।

আমিত্ব অরোপ করি দেহধারী জীব
কর্ম ভেদে নাম ধরেছে ব্রহ্মা- বিষ্ণু-শিব
কেহ ধনী কেহ গরিব, যোগ যোগ-বিয়োগ আর ভাগ পূরন।।

জালালে কয় চিন্তা করে বুঝিব আর কত
অবহেলায় দিন যে আমার হয়ে গেল গত
আসলকাজে হই না রত, কাঁচা মাটি করছি যতন।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!