হরির নাম কর সার, ওরে বদন ভরে বলা হরি, মন পাখী আমার।
ভাই বন্ধু স্ত্রীপুত্র সকলি অসার।
আইতে এক যাইতে এক সঙ্গী নাই আমার।
ভবের ঘাটে আইস যাওয়া, ঠেকাবায় রে একবার।
বেইল থাকিতে দেওরে পাড়ি, সময় নাইরে আর।।
ভাবিয়া রাধারমণ বলে সকলই অসার।
দয়াল গুরু বিনে ভবাৰ্ণাবে বন্ধু নাই আমার।