ভবঘুরেকথা

হৃদয়ে তোমার দয়া যেন পাই।
সংসারে যা দিবে মানিব তাই,
হৃদয়ে তোমায় যেন পাই ॥

তব দয়া জাগিবে স্মরণে
নিশিদিন জীবনে মরণে,
দুঃখে সুখে সম্পদে বিপদে
তোমারি দয়া-পানে চাই–
তোমারি দয়া যেন পাই ॥

তব দয়া শান্তির নীরে
অন্তরে নামিবে ধীরে।
তব দয়া মঙ্গল-আলো
জীবন-আঁধারে জ্বালো-
প্রেমভক্তি মম সকল শক্তি মম
তোমারি দয়ারূপে পাই,
আমার ব’লে কিছু নাই ॥

…………………….
রাগ: পরজ
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1316
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!