ভবঘুরেকথা
বিজয় সরকার

অনেক দিনের এক বিরহরে অনেক পুরানো এক ব্যাথারে
আজ আমার মনে পরে গেছে।
আমি এতো দিন ভুলিয়া ছিলাম রে
পরে বিষয়-বাসনার প্যাঁচে।।

তারে ছেড়ে যেদিন এলাম মরু-মরতে
সেই হতে এক বেদনা মোর বুকের পরতে;
সেই বেদনায় নানা পথেরে
আমারে ঘুরায়েছে।।

কথা ছিল দেখা হবে সাগরবেলায়
সে দিন আমার হয় নি যাওয়া মিলনমেলায়;
আমি মজিয়ে এক রঙিন খেলায় রে
অনেক পথ পরলাম পাছে।।

ভুলের জীবন কেটে গেলো শুধু ভুল করে
সন্ধ্যাকালে কাঁদি নদীর কূল ধরে;
এমন করে তারে ছেড়েরে
আমার কেমন পরান বাঁচে।।

সংসারে যা পেয়েছিলাম হারায়েছি তাই
বুঝেছি হে দীনবন্ধু তোমা বই কেউ নাই;
পাগল বিজয় বলে ব্যথা জানাইরে
তোমা বিনা কার কাছে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!