অসীমের এক যাত্রী আমি অচিন পথে আমার চলা।
কবে হবে এই পথের শেষ সম্ভব নয় তা কারো বলা।।
কবে কোন দিন নেমেছি পথে
অজানা এক সারথীর রথে
বিরামবিহীন চলি আমি বস রাতে;
কতো দেখে এলাম পথে পথে
পথিকের পান্থশালা।।
দিন কয়েক থাকিয়ে সেখানে
বাহির হলাম বাহিরের টানে
দিশেহারা ঘুরি আমি কিসের সন্ধানে;
আমি বুঝি নাতো ক্ষুদ্রজ্ঞানে
কার খেলা এই সব খেলা।।
আমার মতো গ্রহ নক্ষত্র
ভিন্ন পথে কেউ নয় একত্র
মহাশূন্যে অভিসারে চলে দিন রাত্র;
তাদের বাদ প্রতিবাদ নাহি মাত্র
চলে নিঝুম নিরালা।।
পাগল বিজয় বলে ওরে আমার মন
পরিচালক আছেরে একজন
কোথা যাবি জেনে তোর কি আছে প্রয়োজন;
তোর এই পথের শেষ হবে তখন
গিয়ে তার চরণতলা।।