আগে তুই না জেনে মন
দিসনে নয়ন করি হে মানা,
নয়ন দিলে যাবা জন্মের মতো
আর ফিরে আসবে না।।
নিবার বেলায় কত ছন্দি
নিয়ে করে কপাট বন্দি
ফিরে দেখায় না;
তোর মত ভোলানি ছন্দি
জগতে কেউ জানে না।।
দেখেছি তার রাঙা চরণ
না দেখেই ভুলে ছিল মন
করে বন্দনা;
লালন বলে ঐ রাঙা চরণ
আমার ভাগ্যে হইল না।।