আগে স্বরূপ গঞ্জের ঘাটে যা
নিতাই চাঁদের নায় চড়িয়ে পার হবি তুই বিবজা।।
দুই চোখে আন্দেসী দিয়ে, পার হবি তুই বিরজা
কালিগঞ্জের ঘাট আছে জান মারা এক ফাঁদ
তারই সাথে যুতে জাত আচ্ছা মজার কাম
আঁদলা পাড়ার গদলা বাদাম, দুদিন খেলে যায় মজা
মধুর লোভে আউলাইলি হেড়ে বল্লাম চাক
আচ্ছা মধু খাওয়াইবে কিছু সময় থাক
কত পাকা ছোয়ার হচ্ছে ফয়ার ঐ চাকে দিয়ে খোঁচে।
মক্কায় মহাদেব ঠাকুর বাঁধা রয়েছে।।
মুনসী মৌলভী কত পাদু ঝাড়তেছে,
একটা বেলের পাতা মাথায় দিয়ে যবন বিনাশ করগে যা
যবন মেরে শিব ঠাকুরের বৌ ঠাকুরুণকে, অনুরাগের যোগ সাধিয়ে
ঘুম ভাঙ্গিয়ে দে, জাগলে দেবী দেখতে পাবি
ঘরের মানুষ তরতাজা।।
নব চন্দ্রবদন দেখলে মদন পড়বে মরচি
আসা যাওয়া যম দরজায় পড়বে রে কুঁজী,
গুরু ভজন নয় সোজা সুজী, ছেলের হাতের নয় খাজা।
বলাই ক্ষেপ কয় রূপই আঁধার কূপ ছাড়,
কুণ্ডলিনী মায়ের সাথে ধরিস না পাছাড়
যোনীরূপা যম স্বরূপা এলোচুলা দশভুজা।।