শোন ভাই, আজব একটি রথের কথা বলে যাই
কামিলকার উত্তম ব্যক্তি দীনবন্ধু সাইঁ।
দিয়ে তিনশ’ ষাইট জোড়া, রথ করেছে খাড়া
দুই চাকার ‘পর।
এমন রথ কভু দেখি নাই,
আছে কোটি চন্দ্র তারা’ রথ করেছে খাড়া
ও গড়েছে দীনবন্ধু সাইঁ।
ও দয়াময়, ও রথের কি কাজ করতেছে
দ্বিদল অষ্টদল শতেক দল রথের ঘইটাছে,
আরো করেছে দুই মশার,
বিনে তেলে জ্বলে, রাত্র দিন চলে,
-বাহাবা একি দীনবন্ধুর কল।
সে রথে কতই মুণিগণ ও সে করতেছে ভ্রমণ
রথের চূড়ার পরে লিখা আছে ঠাকুর মদন মোহন,
রথের মধ্যে যমুনা নদী তার ধারে বৃন্দাবন
ও শেষ কোটি দেবতার সনে করতেছে আগমন।
আছে মস্তক গাপো-লাগবে সঙ্কট,
করেছে সেই রথের গঠন,
তাই পাগল কানাই বলে, শুনতে পাই শতেক দলে
সেই সূতারের সিংহাসন।
::দেহতত্ত্ব