চব্বিশ পরগনা জেলা পশ্চিম বঙ্গেতে।
কচুয়া নামে গ্রামে মহাকুমা বারাসতে।।
শ্রীরামনারায়ণ ঘোষাল নামেতে।
শান্তিতে করেন বাস গ্রাম কচুয়াতে।।
শ্রীকমলা দেবী হন তাঁর গৃহিণী।
দেব-দ্বিজে ভক্তি সদা সতী সীমান্তিণী।।
পত্নীরে ডেকে বলে রাম নারায়ণ।
এক পুত্র তুমি মোরে করবে অর্পণ।।
সে পুত্র গৃহ ছাড়ি সন্ন্যাসী হবে।
তার ফলে বংশ মোর উদ্ধার পাবে।।
অত:পর তিন পুত্র তাঁর জন্মিল।
কিন্তু পুত্র দিতে মাতা রাজি না হলো।।
ভূমিষ্ঠ হলো যবে চতুর্থ সন্তান।
সন্ন্যাসীর তরে তারে করল প্রদান।।
অপূর্ব সুন্দর শিশু দেখে নয়নে।
মাতা পিতা আনন্দিত হলেন মনে।।
নহেক সামান্য শিশু বলে সকলেতে।
নানারূপ সুলক্ষণ রয়েছে অঙ্গেতে।।
চাকলার পার্শ্ববর্তী গ্রাম কচুয়াতে।
ভগবান গাঙ্গুলী থাকে নিজ ভবনেতে।।
মহান পণ্ডিত তিনি অতি জ্ঞানবান।
ব্রহ্মতেজে তেজি তিনি অতি নিষ্ঠাবান।।
রামনারায়ণ সাথে পরিচয় ছিল।
সংবাদ পেয়ে তিনি দেখতে আসল।।
সর্ব সুলক্ষণযুক্ত দেখে শিশুরে।
অতিশয় আনন্দিত হলেন অন্তরে।।
ভগবান পাঁজি দেখি নির্ধারণ করল।
লোকনাথ নাম তাঁর তিনিই রাখাল।।
রামনারায়ণ মনে যাহা ভেবেছিল।
ভগবান গাঙ্গুলীরে সকলি কহিল।।
অত:পর বললেন রামনারায়ণ।
আমার পুত্রের ভার করুণ গ্রহণ।।
বললেন ভগবান উত্তম এ কথা।
এক সত্য মনে তুমি রাখো সর্বদা।।
উপনয়নের কার্য যবে শেষ হবে।
পুত্র তব গৃহ ছাড়ি মোর সঙ্গে যাবে।।
সম্মত হলেন তাহে রামনারায়ণ
ভগবান হলেন আনন্দিত মন।।
আরো পড়ুন…
লোকনাথ বাবার মঙ্গলাচরণ পাঁচালী…
লোকনাথ বাবার আবির্ভাব পাঁচালী…
লোকনাথ বাবার বাল্যজীবন পাঁচালী…
লোকনাথ বাবার যোগ-সাধনা পাঁচালী…
লোকনাথ বাবার ব্রহ্মজ্ঞান লাভ পাঁচালী…
লোকনাথ বাবার দেশ ভ্রমণ পাঁচালী…
লোকনাথ বাবার পুনরায় দেশ ভ্রমণ পাঁচালী…
লোকনাথ বাবার সুমেরু যাত্রা পাঁচালী…
লোকনাথ বাবার চন্দ্রনাথ পর্বতে আগমন পাঁচালী…
লোকনাথ বাবার দাউদকান্দি গমন পাঁচালী…
লোকনাথ বাবার বারদীতে আগমন পাঁচালী…
লোকনাথ বাবার আশ্রম স্থাপন পাঁচালী…
লোকনাথ বাবার মহাপ্রয়াণ পাঁচালী…