আমার গোপন প্রাণের ব্যথা রে
আমার না বলা সেই কথা রে
পরান বন্ধু আমার বুঝিলো কেমনে।
আমি যে কথা বলি নাই তারে
ছিলো আমার মনে মনে।।
নদীর চরে বাঁশির সুরে করলো রসিকতা
যে গানখানি বাজলো সে আমার মনের কথা;
জেগে উঠলো আশালতা-
আমার মনে মানলো সফলতা
তার বাঁশির গান শুনে।।
স্বপন দেখে যে-জন মনের ভাব বুঝিয়া নেয়
তার সঙ্গ লাভ করলে মনের সকল অভাব যায়;
মনে প্রাণে তারে চায়-
আমি রাখিতে চাই তারে সদায়
নয়নে নয়নে।।
কত বার যে এ-সংসারের করলাম কতো ঘর
আপনজন পেলাম না খুঁজে দেখলাম শুধু পর;
কোত করলেম সমাদর-
যে-বোঝে মোর পোড়া অন্তর
তারে চাইলাম না জীবনে।।
মন বুঝে যে-মনের খোরাক দিতে পারে ভাই
তাহার মতো দরদী আর এই দুনিয়ায় নাই;
খুঁজে যদি তারে পাই-
পাগল বিজয় বলে সব দিতে চাই
তাহার চরণে।।