আমার জাত গিয়াছে সখিরে
সেই কালার পিরিতে,
আমার গৃহবাসের মন ভাঙালো
বাঁশের বাঁশরিতে।।
জাতি যে বজ্জাতি করে লজ্জাদি আটপাশে
মনের কথা কইতে দেয় না মন মানুষের পাশে
রে সই মরি পরিহাসে
তারা কেউ চায়না মোর মুখ পানে
টানে বিরতীতে।।
যে-মালা দিয়াছে কালা গলেতে পরিয়া
কুলের তাপে সেই মালার ফুল পড়বে না ঝরিয়া
রে সই মরমে মরিয়া
আমার প্রাণ বধুয়ার দেওয়া মালা
দিবো না ছিঁড়িতে।।
পাষাণের গায় দাগ লেগেছে উঠবে না আর ধুলে
কুলের দৃষ্টি ঢেকেছে মোর এই ধরণীর ধুলে
রে সই ভুলো না আর ভুলে
আমার প্রাণের গোপন নাহি সইরে
চাহি না ফিরিতে।।
হাসুক শত্রু দুষুক সমাজ মনের আবিলতায়
পরানের যোগাযোগ যাদের নাহি পরের ব্যথায়
রে সই কাজ কি তাদের কথায়,
পাগল বিজয় কয়, প্রেমের অভিসার
নীরব নিশিতে।।