আমার মনযে হুশিয়ার
তুমি দেহরাজ্যের পাওয়ার পেয়ে
হয়েছো এক হায়ার অফিচার।
নিজের ঘরের বিচার নাহি করে
শুধু করিলে পরের বিচার।।
নিজে ভালো কি মন্দ
সে বিচার বুদ্ধি বন্ধ রে
কেবল ভোগের সম্বন্ধ এ-রোগের নাহি প্রতিকার;
তুমি স্বাথ্ব সুখে মত্ত হয়েরে
হারালে আত্মঅধিকার।।
নিজের বাড়ির নাই সেটেলমেন্ট
করো পরের বাড়ি এক্সপেরিমেন্ট
অঙ্গে বের হয় আনঙ্গের সেন্ট কুসঙ্গের দুশ্চরিত্রতার;
শুনাও বক্তৃতায় জমকালো কথা
হয়ে কালো বাজারের খরিদ্দার।।
ষোলজনের সঙ্গেতে প্যাক্ট
হলো এই তোমার জীবনের ফ্যাক্ট
পেয়ে সরকারি কনট্র্যাক্ট হয়েছো এক মোটা তবিলদার;
ঘরে খালি হাতে ফিরতে হবে
ইহা নিশ্চিত অনিবার।।
শুধু করে ব্ল্যাকমার্কেট
অনর্থের অর্থে ভরিলে পকেট
যানবাহন উইদাউট টিকেট চলার গতি অতি দুনির্বার;
করো আপার ক্লাসে চলাফেরা
হয়ে থার্ড ক্লাসের প্যাসেঞ্জার।।
পাগল বিজয় বলে, মনের কাছে
কোরো না ডাবে আশা গাবের গাছে
পরে মায়ামোহের প্যাঁচে নেশার ঝোকে হলে নেশাদার;
তোমার বিচারের পর বিচার আছে
তথায় চলবে না অবিচার।।