আমার মনে রে বলি ডাইনেস যাইতে
মন চলে যায় বামে।
পথ ঘুরে অপথে যায়ে কুপথে মরে।
আমি শোন বলি মন তোরে
কত চিনি ছানা ত্যাজ্য করে
তাল তলায় বেড়াও ঘুরে।।
ডালিম বলে মাকাল ফলকে করছো সুফল,
কাশোন বলে পেরী খায়া ভুলে রলি কেন?
তুই শোন রে অজ্ঞান-
নিশাতে ভোর হয়ে গেল তোর কুল-মান
ফুলের পালঙ্ থুয়ে ঘসির ঘরেতে যেয়ে
ও মনের আনন্দ হয়ে করলি রে শয়ান।।
তাই পাগল কানাই বলে, সভায় বর্তমান
ও তুই শোন্ রে অজ্ঞান,
ও তোরে নাগাল পাইছে বেলগাছ্যা ভূতে
-ও সভার মাঝে ঠিক রাখো ইমান।।