ভবঘুরেকথা
পাগলা কানাই

আমার মন রে লয়ে ঠেকালাম বিষম দায়,
সে যে গামছা-মোড়ার দলে ফেরে
দমবাজে দমবাজী খেলায়,
তারে ধরতে গেলে না দেয় ধরা
পলায় যা’য়া কুটনী পাড়া
-কেমনে ধরব সে মন-চোরা।।

সে চোরা চুরি করে নুপূর দিয়ে পায়,
সে জাগলি ঘরে করে চুরি, ঠিক পায় না দ্বারী পাহারায়,
ঘরে থাকতে মানুষ করে চুরি-ডাংকা মার‌্যা ঘুরে রেড়ায়,
-তারে ধরা হল বড় দায়।।

হইল সদয় পুরে চোরের বসতি,
কামেতে প্রেম গিলটি করা ধরে, যার আছে জ্ঞান-বাতি,
ও যেমন আগলা নাও শয়তানের ঘোড়া,
গুরু বলে, যার নাই প্রেম ভক্তি।
তাই পাগল কানাই বলে-
হল রে তার ঠগ্ বাজারের গতি।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!