ভবঘুরেকথা
পাগলা কানাই

শোন বলি শোন বলি ওরে মন পাগল
তুই রইলি কেন অচেতন,
কোন দিন জানি আসবেরে সরকরি শমন।।

তোর দেহ-জমি পতিত রইল, করলে না তার অন্বেষণ
ও আড়ে-দীঘে ঠিক নামায়া কোন্ কোণে ইশাণ কোণ
কোন্ কোণের কোণে আছে মহাজন-
দিনকানা তাই ঠিক পালেম না-রমেল অন্ধের মতন।
কোন্ কোণেতে বসত বাড়ি, কোন্ কোণেতে ঘর
দিন থাকিতে, ওরে মন, সেই জমা জরিপ কর,
আড়ে-দীঘে ঠিক নামায়া ঈশান কোণে দস্তি গাড়।।

একটা ভক্তির বেড়া দিয়া তাতে একটা প্রেম-ফলের গাছ রোপন কর,
সাথে জমা-খরচ কায়েম হবে তোমার,
আরও ছয় বলদে খায়না যেন ভাই
বাগান রাইখো খবরদার।।

পাগল কানাই বলে, শোনরে কোরবান কই এখন,
-ও তুই চিনলি না পর-আপন,
আড়ে-দীঘে ঠিক নামায়া, কোন্ কোণে ঈশান কোণ,
কোন্ কোণের কোণে আছে মহাজন-
দিনকানা তাই পা’লেম না ঠিক- রলেম অন্ধের মতন।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!