আমার মন বুঝে তুই কাজ করলি না মন
ও তুই কি যে করিস নিজের মতে
বিপথে পরিভ্রমণ।।
আমি বলি ডাইনে যেতে তুই চলিস বামে
কেন্দ্রচ্যুত করেছিস ইন্দ্রিয় সংগ্রামে;
আমরা বসবাস করি এক গ্রামে
তুই কেন হলি এমন।।
আমার সাথে সহজ ভাবে নাই তোর সহবাস
পরের সাথে মিশে করলি ঘরের সর্বনাশ;
ও তোর সৈন্যগণের দৈন্য প্রকাশ
তবু করিস আক্রমণ।।
ষোলজনে দল বেধেছে তুই তার মাতবর
বাহিরের টান গেলো না তোর সারা জীবন ভর;
ও তুই আমাকে করিস দেশান্তর
অন্তরমুখী নাই গমন।।
আমার সাথে মিশে থাকলে পরম পুলকে
পাগল বিজয় বলে, পথের সন্ধান পেতাম পলকে;
যেতাম তোরে নিয়ে বিদ্যলোকে
দাঁড়ায়ে দেখতো শমন।।