একটা খেলনা পাখি দোলনা দিয়া
আমার মাটির ঘরে রয়
আমি আজো তার পাইনি পরিচয়।।
সামান্য বাতাসের জোরে
আজব পাখি তাজব ঠারে
থাকিয়া খাচাঁর ভিতরে
শত আবল তাবল কয়
আমি আজো তার পাইনি পরিচয়।।
শুনলে মন হারাবা দিশা
ডাল ছাড়া যে পাখির বাসা
সন্ধানে ঐ ঘরে মিশা
যুগ সাধনে রয়
আমি আজো তার পাইনি পরিচয়।।
নাইরে পাখির মুণ্ড মাথা
মুখ ছাড়া কয় নানান কথা
পাহাড় পর্বত সাগর লতা
কাপেঁ তারই ভয়
আমি আজো তার পাইনি পরিচয়।।
তার সাথে নাই চিনা জানা
মিছাই ঘুমাই এক বিছানায়
চোখ থাকিতেও কাজল কানা
মাতাল রাজ্জাক কয়
আমি আজো তার পাইনি পরিচয়।।