আমি কি দিয়ে পূজিবো দেবতা তোমারে
দেওয়অর নাহি কিছু মোর।
করো পূজার উপযুক্ত সেবাতে নিযুক্ত
মুক্ত করো বাধন ডোর।।
নানা পথ ঘুরে দিবসের শেষে
ব্যথার ডালি নিয়ে দাঁড়ায়েছি এসে,
আমি আছি দ্বারদেশে দেউলিয়া বেশে
খুলে দাও দেউল দোর।।
পূজার কুসুম করি নাই আহরণ
কি দিয়ে পুজিব ও রাতুল চরণ;
পাগল বিজয়ের পূজার উপকরণ
ব্যাকুল আঁখির লোর।।