(তাল-ঢিমে তেওট)
আমি কি দেখলাম সুরধনীর পুলিনে
দেখে বরণ লাল ভাবলেম শচীর দুলাল
শেষে মন ডুবিল ষড়ভুজ সুদর্শনে।।
দেখলেম অপরূপ রূপ ভুবনে নাই সে রূপের স্বরূপ
রূপাভিমানীর মন ডুবে রূপের কিরণে।।
(তাল-যৎ)
এমন রূপ আর দেখি নাই ওগো ভাই,
দেখবি যদি গুণনিধি আয় আয়।
সে যে তিনে এক একে তিন, ক্ষ্যাত কালো গৌরাঙ্গ কায়।।
দুইখানি হাত মেঘের বরণ, দুইখানি হাত চাঁদের কিরণ,
হায়রে আরও দুইখানি হাত কাল বরণময় রে
করে করে কড়া দণ্ড বান, বাঁশি ধনুর্দ্দণ্ড কি শোভা পায়।।
হল যেন কি ধন হারা, তাইতে করে আরাধনা সইরে
আমার কঠিন হৃদয় তাইতে এত সইরে সইরে
দেখলেম আ রা রা সাগরের মাঝে, একবার ভাসে একবার তলায়।।
ত্রেতায় রাম জগতের কর্তা, হ’ল জনকের জামাতা সইরে
আমার মনে বলে তারই হস্ত অই রে
যদি জনকের জামাতা হত, রাখতেম তুলে আমার হৃদয়।।