(অনাথের নাথ গৌরহরি-এই সুর)
আমি কোথা গেলে পাবরে শ্রীহরির যুগল চরণ।
কোথা গেলে পাব আমি অকিঞ্চনের ধন।
হৃদয়ে ধরিয়ে বাঞ্ছা করিব পূরণ রে।
শ্রীচরণ ধন হারা হয়ে পাই যে কি যন্ত্রণা।
আমার মন জানে আর আমি জানি,
আর ত কেউ জানে নারে
আমি কার কাছে বা জিজ্ঞাসি, কেবা দিবে বলে
কে আমারে রাখবে নিয়ে হরির পদতলে রে।
পাপে পাগল হয়ে গিছি নাইকো কিছু মনে।
শান্ত হয়ে পড়ি হরি নাম উচ্চারণে রে,
মনে মনে বলব হরি তাও ঘটে না।
হরিনাম জপিতে মনে আসে নানা কু-ভাবনা রে।
পাপী কেহ আমার সমান নাই এ ধরাতলে।
ছুইতে চায় না কেউ আমারে মহাপাপী বলে রে।
তারক বলে ও সুধন্য শ্রীগুরুর চরণ তলে।
থাক গে পড়ে তবে পাবি হরির যুগল চরণ রে।
………………………………………………………..
শ্রীসুধন্য কুমার ঠাকুর