আমি তো নইরে আমার
সকলই পর আমি আমার না,
কার কাছে কইরে আমি আমি
বলতে আমার না।।
আমি যদি আমার হতাম
কুপথে নাহি যেতাম,
সরল পথে থেকে মন
দেখতাম আপন কল কারখানা।।
আমি এলাম পরে পরে
পরেরে নিয়ে বসত করে,
আজ আমার কেউ নাইরে
পরের সঙ্গে দেখাশোনা।।
পরে পরে কুটুম্বিলি
পরের সঙ্গে দিন কাটালি,
ভেবে কয় ফকির লালন
না ভাবলাম পারের ভাবনা।।