আমি হইলাম খালাস
আমার এই লাশ
ধইরা তোল বাশেঁর মাচায়
এক অচিন ঠিকানায়
আমি দেশ ছেড়ে
সেই দেশে যাব রে
এক অচিন ঠিকানায়।।
আপন মানুষ পর করিয়া
খেললাম কদিন তোগো লইয়া
আমার খেলাঘর গেছে ভাঙ্গিয়া
এখন থাকবো আমি কার আশায়
এক অচিন ঠিকানায়।।
জেল দারগা রাক্ষসিনী
টানলাম রে যার ভবের ঘানি
আমি খেটে মরলাম দিন-রজনি
এক দূর্গন্ধময় জেলখানায়
এক অচিন ঠিকানায়।।
পাইলাম দীনবন্ধুর হাতের লেখা
এই দেশে যাবে না থাকা
আমার মাতাল নামের
মালা গাঁথা
আইনা দে আমার গলায়
এক অচিন ঠিকানায়।।
যে দেশে নাই চাওয়া পাওয়া
যে দেশে নাই সাক্ষী গাওয়া
সেথায় রঙ্গ রসে আছে বসে
আমার প্রাণ বন্ধুয়ায়
এক অচিন ঠিকানায়।।
মাতাল রাজ্জাকে কয় দেশে যাব
এই আনন্দ কারে কবো
আমি দিন গেলে দিন আরকি পাব
ডাকব কাজল-সুজন আয়রে আয়
এক অচিন ঠিকানায়।।