(তাল – ঝাপ)
উঠরে যশবন্ত লাল,
গগনে হয়েছে বেলা।
ঐ দেখ, যত আছে ধেনু বৎস
কেঁদে কেঁদে হয় উতলা।।
১। তুই আয়রে ভাই প্রাণের হরি, আর তো সহে না দেরি,
রত্নডাঙায় করব গোষ্ঠ লীলা।
এবার তোকে নিয়ে, গোষ্ঠে গিয়ে,
মিলাইব প্রেমের মেলা।।
২। তোকে নিয়ে গোষ্ঠে যাব, রাখালরাজা সাজাইব
মনবাঞ্ছা পুরাব এ বেলা।
তোকে না হেরিলে একই বেলা, গোষ্ঠে যেতে ঘটে জ্বালা।।
৩। গোষ্ঠে ধেনু লয়ে কর খেলা, আজ কেন হল বেলা,
গোষ্ঠ খেলার মনে কেন নাই।
হরি গোষ্ঠে চল বেলা হল,
গলে দিব ফুলের মালা।।
৪। হরি গোসাইর শ্রীচরণে, বাঞ্ছা করি মন প্রাণে,
ঐরূপ যেন হেরি দু নয়নে।
বোকা দীনবন্ধু কয়, রত্নডাঙায়,
রূপ দেখায়ে মন, কর ভোলা।।
…………………………
ভোর গোষ্ঠ
রাগিনী – হেলারী