(তাল-একতালা)
এল গোলক ত্যাজে, ভবপারের কর্ণধার।
তরবি যদি ভবনদী, ওড়াকান্দি চল এবার।।
বৃন্দাবন নবদ্বীপ গোলক, শতাংশের তুল্য নয় যার।।
মুখে হরি হরি বলে, নেচে নেচে বাহু তুলে, হওরে আগুসার।।
ব্রজেশ্বরীর প্রেমাধার শুধিতে এবার, ওড়াকান্দি অবতার।।
নদীয়ায় হয়ে গৌরাঙ্গ, শুধিতে ঋণ কত রঙ্গ,
কচ্ছে অনিবার, তবু নিরন্তর দহিছে অন্তর
বুঝি তাই এল প্রাণ জুড়াবার।।
ব্রহ্মা ইন্দ্র পশুপতি, ভেবে পায় না দিবারাত্রি,
পদারবিন্দু যার জীবের ভাগ্যাকাশে।
সে জন এসে হরিনাম করছে প্রচার।।
বিষয় ত্যজে যে বৈরাগ্য, জন্ম মৃত্যু জ্বরারোগ্য,
হয়েছে সেই নর একবার যে গিয়াছে
সেই পেয়েছে ভব রোগের প্রতিকার।।
মহানন্দ বারে বারে, ডেকে বলে ওরে হরে,
তুইত দুরাচার যদি যাবি পারে চরণ ধরে,
গুরুচাঁদকে সহায় কর।।
……………………….
হরিবর সরকার