যে রূপ তোমার মুর্শিদের গায়, ঐ রূপ ছিলো গোপনে।
মুর্শিদরে যা ভাবার দরকার, তাই ভাবিও মনে (তুমি)
এইখানে দেখিয়া গেলে, চিনবা যাইয়া ঐখানে।।
বর্তমানে যা দেখতেছো, ভবিষ্যতেও তাই
ঐ রূপে আর সারা বিশ্বে, অন্য কেহ নাই (ওরে ভবে)
ওরে এক রূপে দুই জন মিশে না, সত্য প্রমাণ এই খানে।।
ঈমানেতে একীন রাখা, পারে না সকলে
এই জন্যে কয় কোটির মাঝে, দুই এক গুটি মিলে (রে ভবে)
ওরে যার আছে প্রেম ভক্তি বিশ্বাস, সে পারে জীবনে।।
হাসানের তো হইলো নারে, শুন বাবা মিলন
মুর্শিদেরে দিয়া রাইখো, ঐ দুটি নয়ন (ওরে তোমার)
ওরে কার মনে কি চায় তা আমার, ইশ্রাইল শাহ জানে।।