ওগো আল্লা দীনবন্ধু ডাকছি বারে বারে
এ অধীনকে দয়া করে ভবসিন্ধু করো পার
আরও তোমার লীলা তুমি বোঝ
বুঝবার আর সাধ্য আছে কার?
আল্লা তুমি করিম, তুমি রহিম, তুমি হও জব্বার
বায়তুল্লাকে মুজাম রাখে পাথর রাখলি শূণ্যের পর?
আরও ইউসুফ র’লো কুয়ার মাঝে
তরালি মালেক পরোয়ার।।
আল্লা তোমার নাম ভরসা করে
সভায় আলেম আমি
পাগল কানাই ডাকছে বারে বারে
তরাও আল্লা রব্বানী
বিষম কালে কোথায় র’লি
মা বরকত জননী।।