ওরে আমার জীবন, জীবন নদীর নাইয়া রে
কবে আমার তীরে ভিড়াবে নাও
ধীরে ধীরে বাইয়ারে।।
বের হয়েছি সেই যে ভোরে ধরলির ধুলে
খেলা করে বেলা গেছে দয়াল তোমারে ভুলে;
এখন দিনের শেষে নদীর কূলে
রয়েছি দাঁড়াইয়া রে।।
ষোলআনা তবিল নিয়ে করিলাম কারবার
জমাশূন্য খরচ বেশি হয়েছে বারবার;
আমার হিসাবের কিছু নাই সারাবার
দেখেছি মিলাইয়ারে।।
নিজের হাতে নিজের বিপদ নিয়েছি গড়ি
নদীর কূলে কাঁদি এখন বিপদে পড়ি;
আমি দীনভিখাড়ি পারের কড়ি
ফেলেছি হারাইয়ারে।।
সাথি যারা গেছে তারা ফেলিয়ে আমায়
এখন শুধু আছি দয়াল তোমার ভরসায়;
এবার কাঙ্গাল বলে এই অভাগায়
দিয়ো না ফিরাইয়া রে।।
পাগল বিজয় বলে, আছি আমি ভবেব এ-কূলে
কবে এসে নাবিক বন্ধু নিবে যে তুলে;
তোমার পারের তরি দিবে খুলে
গনের লগন পাইয়া রে।।