ওরে কালার প্রেমে এতা জ্বালা
হারে আমি আগে জানি নে।
তারে ভালোবেসে কাঁদতে হবে
ভাবি নাই কোন দিনে।।
এখন দেখি কান্নার নদী বয়
চোখ মুছিলে জল মোছে না লোক লজ্জার নাই ভয়;
আমায় যে যতো নিন্দা মন্দ করে
কোনো সংশয় মানি নে।।
মন হারায়ে গেছে প্রাণ সই
মন দিয়ে সেই মনমনুষেরে তার মন পেলাম কই;
আমি কেমনে মন ফিরায়ে লই
মনের সাথে পারি নে।।
ভুলতে গেলে ভুল হয়ে যায় ভুল
ফুল বাগানে গিয়ে তুলি বন্ধুর পূজার ফুল;
আমি এই ভুল মনে মানি নির্ভুল
বিচার বুদ্ধি রাখি নে।।
পাগল বিজয়ের এই ব্যথার গান গাওয়া
কূলের তরি দেই নাই খুলে বয়ে যায় হাওয়া;
আজো হয় নি তরি সামনে বাওয়া
পিছন চাওয়া ছাড়ি নে।।