ও কঠিন বন্ধুরে
সুখে না রহিতে দিলে ঘরে
সাজাইয়াছো পাগলিনী থাইক্যা দেশান্তরে রে।।
কহিতে পাঞ্জর ফাটে, মুখে নাহি রাও
নিরবধি ডাকলাম কত ফিরিয়া না চাও।
নয়ন ভরে একদিন তোরে, না হেরিলাম তোরে রে।।
তুমি দুঃখী যেমন তেমন, আমি দুঃখী জন্মের মতন
যৌবনকালে দুঃখিনীর ধন, লইয়া গেল চোরে রে।।
ভিন্ন যদি বাস বন্ধু, দাও না বিষও খাই
তোমার হাতে বিষ খাইয়া, আমি মরে যাই।
থাক কলঙ্ক এই সংসারে দেখতো না আমারে।।
উকিলের কি উপায় বল, স্বাদের জনম যায় বিফল
আমারে যে নিয়া চল, মথুরা নগরে রে।।