ভবঘুরেকথা
বিজয় সরকার

ও দয়াল তোমার নামে ধরলাম পাড়ি অকূল দরিয়ার।
আমার তরি ঘোরে ঘোর বিপাকে
সেই ত্রিবেণীর ত্রিমোহনায়।।

মরণমুখে কেমনে বাঁচি
আমার বেজুত হাল বিপরীত বাতাস নাহি গুনকাছি;
তোমার ভরসায় পাড়ি ধরেছি
আমার কাঙগা ছেড়া ভাঙা নায়।।

আগে যারা নৌকা খুলেছে
তারা গণের বাতাস পেয়ে নৌকায় বাদাম তুলেছে;
আমি কপাল পোড়া পাছে
পড়া নাও খুলেছি অবহেলায়।।

দিশেহারা গভীর আঁধারে
দয়াল তুমি আমার ধ্রুবতারা অকূল পাথারে;
ও হে বিশ্বের মালিক পারের নাবিক
আমি সঁপিলাম ভার তোমার পায়।।

পতিত পাবন তোমায় নবে কয়
দয়াল আমা হতে জানা যাবে তোমার দয়ার পরিচয়;
পাগল বিজয় বলে, নয়ন জলে
এবার ঘুঁচাও আমার পারের দায়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!