ভবঘুরেকথা
বিজয় সরকার

ও পরান প্রিয়রে তুমি আমার খবর
নিয়ো রে দিনের শেষে।
রবো আর কতো কাল ঘরের কোনে রে
আমি পরের সনে মিশে।।

পাষাণের গায় পলো রেখা,
প্রথম যে-দিন দিলে রে দেখা
জীবন পথে ছিলাম একা
বিজন প্রদেশে;
আমার প্রাণের চমক ভেঙ্গে গেছে রে-
তোমার প্রথম পরশে রে।।

জড়ায়ে গোপন শৃঙ্খলে
ছিলাম যে গোপন সিংহলে
আঘাত দিয়ে নিজ মহলে
দাঁড়ালে দ্বার দেশে;
আমার ঘুরের পসরা কেড়ে নিলে কে-
আমা বাসর ঘরে এসে রে।।

পূবালি গগনের পাশে
দিবাকর দীপ্তির আভাসে
সরোবরে কমল হাসে
মিলন মানসে;
আমার মানসবনের পদ্ম খানি রে-
আছে বিমুদ্ধ আবেশে রে।।

সে দিনের আর কতো বাকি,
যে দিন এসে লবে ডাকি
ভালোবেসে কাছে রাখি
দিবে শেষ দিবসে;
শুধূ সেই শুভ লগনের লাগি রে-
পাগল বিজয় আছে বসেরে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!