(তাল-ঝাপ)
ও মন মাঝিরে আমি কেন
এলম তোমার বৃথা কাষ্ঠের নায়।
তোমার নৌকায় উঠি, চলছি ভাটি,
ছয় জন দাঁড়ি বাধ্য নয়।।
১। জান্তেম যদি নিরবধি, নৌকার বাইন খসিয়ে যায়
আমি বাইনে বাইনে দিতেম কালি,
আলকাত্রা গাব দিতেম তায়।।
২। যদি যত্ন করতেম নৌকা আমি, মাল সব যেত নয়।
যদি দু’নয়ন প্রহরি রেখে মালের, পাহারা দিতেম সদায়।।
৩। নৌকার মাল কোঠাত্বে পাহারা দিতে আমার ভুল পড়িয়ে যায়।
তাতে ছয়জন দাঁড়ি, করে চুরি, মাল সকল হরিয়ে নেয়।
৪। যত্ন ছাড়া ডুবল ভরা, দেখলেম না চাহিয়া।
(দীনা) বলে রক্ষা নাই, দয়াল হরি গোসাই
চরণে স্থান দাও আমায়।।
………………………….
রাগিনী-ভাটিয়াল