(তাল – একতালা)
কত গুণের হরি আমার, গুণের বলিহারি।
হরি বিনে রাত্রি দিনে, জুরিয়া ঝুরিয়া মরি।।
সত্ত্ব রজঃ তম গুণ, দিবানিশি গায় গুণ;
গুণেতে হয়ে নিপুণ, বৈষ্ণবী শঙ্করী।।
যার গুণে সেই দিনমণি, অন্ধকার হরেন তিনি।
সুশীতল চন্দ্র যিনি, গঙ্গা পেল, শীতল বারি।।
যার গুণেতে জগৎ বন্দী, অনাদি না পেল সন্ধী,
বিধানে না পেয়ে বিধি, হলেন ব্রহ্মচারী।।
যার গুণে সেই মহানন্দ, বিতরিল প্রেমানন্দ,
অশ্বিনী তোর যায় না সন্দ, বিষয়ে বিষ পান করি।।