ভবঘুরেকথা
মতুয়া সংগীত

(তাল – একতালা)
তত্ত্ব জ্ঞানে মত্ত হয়ে, নিত্য বস্তু জান।
অনিত্য সংসারে রে মন, সং সেজে তুই রৈলি কেন।।
অনিত্য সংসার ছাড়, নিত্যধন অন্বেষণ কর;
মন মানুষে দিয়া ভার, বিবেক আর অনুরাগ আন।।
অনুরাগের এমনি ধারা, মনকে করে মাতোয়ারা;
করিয়া সে পাগল পারা, প্রেমামৃত করায় পান।।
দান করিলে প্রেমামৃত, মন মাতঙ্গের হয় সামর্থ্য;
দলিয়া সংসার অনিত্য, মন মানুষের পায় সন্ধান।।
বিবেক বন্ধুর এমনি রীতি, মনকে করে ছন্নমতি;
ঘুচায়ে সে বাহ্য স্মৃতি, প্রেমানন্দ করে দান।।
প্রেমানন্দ উদয় হলে, মহানন্দ গুরু মিলে;
অশ্বিনী তোর এইকপালে, সে আনন্দ ঘটবে কেন।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!