কর্তাভজা সত্যধর্মের পাঁচ স্তম্ভ
কর্তাভজা সত্যধর্মের মূল স্তম্ভ ৫টি। স্তম্ভগুলো-
১. প্রবর্তক:
ঠাকুর আউল চাঁদ মহাপ্রভু মালিকের অবতার, এই বিশ্বাসে অটল থাকা।
২. বীজমন্ত্র:
সত্যনাম মহামন্ত্র একমাত্র সত্য নামের মাহাত্ম্যেই মানবের পারমার্থিক মুক্তি লাভ হবে এই বিশ্বাসে অটল থাকা।
৩. ধারক:
ঠাকুর আউলচাঁদ প্রবর্তিত কর্তাভজা সত্যধর্মে সর্বপ্রথম দীক্ষাগ্রহণ করেন সতীমা ও রামশরণ; তাই তারাই কর্তাভজার ধারক। ঠাকুর আউলচাঁদ ঐশ্বরিক ক্ষমতা দান করায় সতীমা সাধনায় সিদ্ধি লাভ করে অতিমানবীয় গুণাবলীর অধিকারীনি হন। ঠাকুর আউলচাঁদ স্বয়ং সতীমাকে কর্তাভজা সত্যধর্ম প্রচারের আজ্ঞা দিয়েছিলেন। ঠাকুরের আজ্ঞামত সতীমার মাধ্যমেই কর্তাভজা সত্যধর্ম প্রচার-প্রসার লাভ হয়, তাই সতীমা কর্তাভজা সম্প্রদায়ের গুরু এবং পরম পূজনীয়।
৪. বাহক:
সতীমায়ের তিরোধানের পর সত্যনামে দীক্ষিত ভক্তগণের মধ্যে যে সকল মহৎগণ-সত্যনামে দীক্ষাদানের মাধ্যমে ভক্তগণের মাঝে সত্যধারা অদ্যাবধি প্রবহমান রেখেছে তারাই কর্তাভজা সত্যধর্মের বাহক। ঐ সকল মহৎগণ ভক্তগণের কাছে গুরুদেব বা গুরুদেব নামে পরিচিত।
৫. দর্শন:
সতীমা রামশরণের পুত্র ঠাকুর দুলালচাঁদ কর্তৃক রচিত ভাবেরগীত কর্তাভজা সত্যধর্মের ধর্মগ্রন্থ বা দর্শন। সত্যনামে দীক্ষিত ভক্তগণের ভাবেরগীতের যাবতীয় উপদেশ আদেশ দিকনির্দেশনা যথাযথভাবে পালন করা এবং পূর্ণ শ্রদ্ধাভক্তি নিবেদন করা একান্ত কর্তব্য।
…………………………………..
সূত্র ও কৃতজ্ঞতা:
১. ভবের গীত
২. কর্তাভজা সত্যধর্ম
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….
…………………..
আরও পড়ুন-
কর্তাভজা সত্যধর্মের ৩০ ধারা
রামশরণ ও সতীমার দীক্ষাগ্রহণ
সতী মা
কর্তাভজা সত্যধর্ম
কর্তাভজার দশ আজ্ঞা
গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব
ডালিম তলার মাহাত্ম্য
বাইশ ফকিরের নাম
কর্তা
দুলালচাঁদ
কর্তাভজা সত্যধর্মের পাঁচ স্তম্ভ
সাধন-ভজন ও তার রীতি নীতি
ভাবেরগীত এর মাহাত্ম্য
কর্তাভজা সত্যধর্মের আদর্শ ও উদ্দেশ্য