আমি কার কাছে ব্যথা জানাই দয়াল
আর আমার নালিশের জায়গা নাই।
তুমি ধ্রুব তারা তোমায় পেয়ে
অকুল পাথারে কূল পাই।।
তোমারে না ভালোবেসে
বিষয়বাসনার আবেশে
আত্ম অভিমানে ভেসে ঘুরিয়ে বেড়াই;
শেষে ঘুরে ফিরি আবার এসে
দয়াল তোমার দুয়ারে দাঁড়াই।।
তোমারি ইচ্ছাতে আমি
মায়াময় সংসারে নামি
যা কিছু করেছি আমি পাবো কি রেহাই;
তুমি বিচারকর্তা বিশ্বস্বামী
আমার জমা খরচ তোমার ঠাঁই।।
সুখে জানায় দু:খের ইঙ্গিত
দু:খের শুনায় সুখের সঙ্গীত
মানবের জীবনে সঞ্চিত সুখ দু:খ দুই ভাই;
আমি বুঝি নাতো পাইনা ইঙ্গিত
তোমার নিকটে চাই।।
অনুকূল কি প্রতিকূল বাও
আপন ইচ্ছায় তরণী বাও
তোমার নদী তোমারি নাও পার হবে সবাই;
তুমি কাঁদাও হাসাও ডুবাও
ভাসাও সব করিতে পারো সাঁই।।
পাগল বিজয় বলে, দীন বন্ধু
বিনা তোমার কৃপাবিন্দু
পার হতে এই ভবসিন্ধু বন্ধু আর কেউ নাই;
এবার পার করো হে নাবিক বন্ধু
আমি দেশের মানুষ দেশে যাই।।