কালী কালী বল রসনা,
করো পদধ্যান নামামৃতপান,
যদি হতে ত্রাণ থাকে বাসনা।
ভাই-বন্ধু-সূত-দারা-পরিজন
সঙ্গের দোসর নহে কোনও জন
দুরন্ত শমন বাঁধিবে যখন
বিনে ওই চরণ কেহ কারও না।
দুর্গানাম মুখে বলো একবার
সঙ্গের সম্বল দুর্গানাম আমার
অনিত্য সংসার নাহি পারাপার
সকলি অসার ভেবে দেখো না।
গেল গেল কাল বিফলে গেল
দেখো না কালান্ত নিকটে এল
প্রসাদ বলে ভালো কালী কালী বলো
দূর হবে সব যম-যন্ত্রণা।
[শ্যামা সংগীত]