ভবঘুরেকথা

(তাল-ঠুংরী)
কি দিয়ে পূজিব আমি, গুরু তোমার ঐ শ্রীচরণ।
আমার শক্তি ভক্তি সব নিয়ে যায়, দুষ্ট কু-মতির কু-পবন।।

১। যে ধনেতে তুমি হও খুসী,
সে ধন আমার নাই, কি তোমায় দিয়ে ভালবাসি।
হও এক মনেতে তুমি খুসী, তাও ত আমার হয়না কখন।।

২। (আমার) মন যদি দিতে চাই তব পায়,
সে মন আমার উড়ায়ে নেয়, কু-মতির হাওয়ায়।
আমি দিবানিশি ভাবি বসি, ভাবতে ভাবতে দিন অবসান।।

৩। এই ভবে চৌরাশি লক্ষ বার
জনম ধারন করে আমি, এলম বারে বার।
ভুলে কু-মতির সেই কু-চক্রেতে কোন জন্মে হয় না সাধন।।
ভেবে তাই আদিত্য ডেকে কয়,
মন প্রাণ সমর্পণ করগে, হরি গোসাইর পায়।
দীনা বলে কু-মতির ছলে, জন্মে জন্মে হল মরণ।।

……………………………
লোকশিক্ষা
রাগিনী-অরুণভেরি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!