কি সাপে কামড়ালো আমারে
ওরে সাপুড়িয়া জ্বলিয়া পুড়িয়া মইলাম বিষে।
আমার বিশগুণে জ্বলছে এই বিষ জুড়াইবো কীসে।।
হাস্নাহেনা হাসতে ছিলো সন্ধ্যার আঁধারে
দাঁড়াইয়ে ছিলাম তখন আমি তার ধারে;
ও সেই সাপ ছিলো সেই ঝোপের আড়ে
আগে পাই নাই দিশে।।
চিকনকালো সাপ সেরে তার মাথায় মাণিক জ্বলে
হাসনাফুলের গন্ধের আশে ছিলো গাছের তলে;
তার বিষ উঠেছে জ্বলে জ্বলে
আমার রক্তধারে মিশে।।
আগে যদি জানতাম আমি বিষের এমন তাপ
ঘর বাঁধিতাম হাওয়াই দ্বীপে যে দেশে নাই সাপ;
না হয় লইতাম এড়াইতে এই তাপ
ওঝার পরামিশে।।
পাগল বিজয় বলে, সাপের লেকা এড়ানো না যায়
বনের সাপে নয় তো এ যে মনের সাপে খায়;
এমন দংশিছে অনেকের হিয়ায়
দারুণ আশীবিষে।।