কুল ছেড়ে কালো মানিক সাজাই ফুলবিছানা
পর কাঁদানো পরবাসীরে তোর মন পেলাম না।
আমার ঘর হলো বন বন হলো ঘর পর হলো আপন জনা।।
তোমার আগমন বাণী
দকিন হাওয়ায় দেয় শোনা নি
চমকে ওঠে ফুলবানানী ব্যাকুল বেদনা;
আমি একা বসে নিরজনে নয়নে ঘুম আসে না।।
ঘর বাঁধিলাম পথের পাশে
বন্ধু তোমার আসার আশে
শূন্য বুকে মধুমাসে আমি আনমনা;
আমি প্রহর গনি দিবা রাতি এ-পথে আর এলে না।।
পরানে পিরিতি জাগে
এ-জ্বালা বুঝি নাই আগে
শূন্যবুকে মধুমাসে আমি আনমনা;
আমি প্রহর গনি দিবা রাতি এ-পথে আর এলে না।।
পরানে পিরিতি জাগে
এ জ্বালা বুঝি নাই আগে
অনুদিন অনুরাগে করি তোমার সাধনা;
তোমায় দেখলে আমার যেমন লাগে তোমার তেমন লাগে না।।
ভেবেছিলাম সুজন নেয়ে
দুজনে মিলনের গান গেয়ে
উজান তরি যাবো বেয়ে তীরে ভিড়বো না;
কতো মাস কতো বরষ গেলো এ-পথে আর এলে না।।
পাগল বিজয় বলে বেদন ভরে
ব্যর্থ সাধন জীবন ভরে
নিকট গেলে যাও সরে করে ছলনা;
শুধু যতনে বাড়িলো যাতন মনের মতো হলেম না।।