কোথায় গুরুর জন্ম, কোথায় তার বাস।
কি ব্স্তু পাইয়া তুমি হলে তার দাস।।
কি ভাব পাইয়া তুমি বান্ধা দিলে মন।
কি স্বরূপ জেনে দেহ কল্পে সমর্পণ।।
পরকীয়া ভাবে গুরু ব্রজে তাঁর বাস।
প্রেমতত্ত্ব পেয়ে যে হয়েছি তাঁর দাস।।
মহাভাব পাই আমি বান্ধা দিচ্ছি মন।
কৃষ্ণশক্তি জেনে দেহ, কল্লেম সমর্পণ।।
প্রথমে গুরু কৃপা করি বীজ আরোপিল।
বর্ণাশ্রম দূর করি দাস আখ্যা দিল।।
সাধক নাম রাখে গুরু সাধক নাম ধরি।
অতএব রাখিল নাম সিদ্ধি যে মঞ্জরী।।
মঞ্জরীর ঘরে গুরু বেচিল যখন।
গুরুকে গুরু বলি সেই সে কারণ।।
……………………………………..
তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জরী
-শ্রীশ্রী চরণ দাস