কোন্ মুখে তোমার সম্মুখে যাই দরদি গো
আমি কোন মুখে তোমার সম্মুখে যাই।
পড়ি নিজের কাছে নিজে ধরা
যখনে নিজের দিকে চাই।।
ঘুরি ফিরি ছদ্মবেশে
কেবল তোমার নিকটে এই বেশে
কেমনে গিয়ে দাঁড়াই।।
তুমি কতো ভালোবাসো মোরে
বেঁধে রাখো স্নেহ ডোরে গো
তবু তোমা হতে গিয়ে সরে
মোহের আঁধারে লুকাই।।
স্নেহমাখা পিতার পরান
আরো মাতার বুকে মমতার টান গো
দয়াল এই সমস্ত তোমারি দান
দয়াল বলি হারি যাই।।
তোমার দয়ায় সবি পেলাম
তোমার কথা ভুলে গেলাম গো
এমনি নিম্ন স্তরের নেমক হারাম
আমার মত কেহ নাই।।
আমার নাই কোনো সাধন-ভজন
দয়াল আমি যে অতি অভাজন গো
তোমায় লোকে বলে পতিতপাবন
পাগল বিজয়ের ভরসা তাই।।