গাছ কাটো, ও ভাই গাছী, দুই-চার কথা তোমায় বলি,
হুঁস থাইক্যা চাঁচ দিয়ো গাছে-ঠিক্ রাইখো কপালি
অনুরাগের ছড়ি, জ্ঞানের ছুরি
ভাঁড় যেন হয় না খালি,
ও যে দিন লাল চামকা লাগবে গাছে-
বস্তু হয় না রস জ্বাল দিলি।
পাগলা কানাই বলে, পাবি সে ধন
চেতন গুরুর সঙ্গ নিলি।।
আর অজ্ঞানী গাছী যারা, চারা গাছ কাটে তারা,
সে গাছ কখন বাঁচে না
ঢেঁইকা গাছের রস হইলে জ্বাল দিলে উঠে ফেনা,
আরও যোগ চিনে গাছ কাটো ভাই,
সে গাছ হবে মিছরীদানা।।
ও ষোল ফোঁটা রস আইলে
মায়ের চতুর্দলে কর স্থাপন,
অনুরাগের অগ্নি দিয়ে করো সে দাহন,
ও তার এগারো ফোঁটা কইমা যাবে,
পঞ্চ ফোঁটায় মিঠাই হবে,
চার ফোঁটায় চিনির গোলা,
তাই দিন থাকিতে মুরশিদ ধরে
তার সন্ধান জানো রে ভাই মনা।।
::গুরুতত্ত্ব