গানে গানে সারা জীবন
গন্ধ বিলাই ঘরের কোণে
পরে আছি আমি ধূপ পোড়া ছাই।।
গন্ধ ভরা গান ছিল মোর
গন্ধময় জীবন
আদর সোহাগ পাইতাম কত
পাইতাম রে যতন
ধূপদানিতে পোড়াইতে কত
ডাক ঢোল বাজাই
পরে আছি আমি ধূপ পোড়া ছাই।।
জলসা ঘরে ছিলাম আমি
নাচেরই পুতুল
নেচেগেয়ে মন মাতাইতাম
গানেরই বুলবুল
এখন দেখে তারে চিনতে নারে
আমি আগের মত নাই
পরে আছি আমি ধূপ পোড়া ছাই।।
কপালে ছিল বুঝি
বিধির ও লিখন
ভালোবাসার বিনিময়ে
গেল এ জীবন
এখন শেষের সম্বল কম্বল গেল
মাতালের আরতো কিছু নাই
পরে আছি আমি ধূপ পোড়া ছাই।।