গীতাশাস্ত্র ব্রহ্ম অস্ত্র একমাত্র সংসার সংগ্রামে।
তা না হলে পদে পদে ঘটিবে পরাজয় এই ধরাধামে।।
সুখের নেশঅয় দেখ না স্বপ্ন
দু:খে হইয়ো না উদ্বিগ্ন
সুখ-দু:খে হইয়ো না উদ্বিগ্ন
সুখ-দু:খ সমজ্ঞানে পথ চলবার এই লগ্ন;
নইলে ত্রিতাপ জ্বালায় হৃদয় ভগ্ন
করিবে ইন্দ্রিয় গ্রামে।।
আদেশ দাতা পরমপুরুষ ভাই
প্রকৃতি কর্ম করে তাই
আমরা অবুঝলোক না বুঝে করি কর্তৃত্বের বড়াই;
শেষে সুকর্মের জঞ্জালে জড়াই
পরিত্রাণ নাই পরিণামে।।
কেন মরো বৃথা অহংকার
তোমার হাত নাই ভুবনের তার
বিশ্বের মালিক পারের নাবিক করবে তরি পার;
তোমার ভাবনা চিন্তা কি আরছে আর
চলবে তরি হরিনামে।।
পাগল বিজয় বলে ভগবত-গীতা
ধর্মগ্রন্থ শাস্ত্রাদির পিতা
পথ না চিনে রাত্রদিনে ঘুরেছি বৃথা;
এবার ছেড়ে দিয়ে তিতামিঠা
গীতাযোগী হও নিষ্কামে।।