(তাল – ঠুংরী)
গুরু নিষ্ঠা নামে রুচি হল কই।
অবোধ মন তোরে কই।।
(ও মন) যার হয়েছে নামে রুচি, মুচি হলে সর্ব্বশুচি;
নাম বিরুচি ব্রাহ্মণে কুলাবে কই।
যে হয়েছে গুরুনিষ্ঠ, চন্ডাল হলে সর্ব্বশ্রেষ্ঠ, ভাগবতে প্রমাণ সই।।
যত্নে গুরু বৈদ্য ধর, নামৌষধি সেবন কর,
কাম কুপথ্য ছাড়, রোগ আরোগ্য হই।
করিলে নিষ্কাম পথ্য, এ দেহ হবে সামর্থ্য, হবিরে মন সর্ব্বজয়ী।।
সাধুসঙ্গ কর মুষ্ঠিযোগ, আরোগ্য হবে ভবরোগ;
আর কত ভুগবি রোগ অবধমন তোরে
না হয় অনুরাগের তেঁতুল গুলে, পান কর মন হরিবলে;
নব রসের ডাবের জলে মহাভাবের কাঁচি দই।
পান কর মন শ্রদ্ধা করে, ভব রোগ তোর যাবে সেরে; জানবিনা আর গুরু বই।।
গোঁসাই তারকচাঁদ কয় হওগে খাঁটি, ছেড়েদে সব ময়লা মাটি;
অসৎ পচাল পঁচাপুটি ভব রোগের বৃদ্ধি ঐ।
মহানন্দের ভাগসাগরে, ডুব দেরে তুই বিরাগ ভরে; অশ্বিনী তোরে সুধাই।।