আজকার মত তোরাই যারে, গোপাল দিব না।
সাধনের ধন ও নীল রতন, হারালে আর পাব না।।
গোপাল আমার ক্ষুধারই জ্বালায় তিলে তিলে আকুল হয়
সারাদিন পরে গোপাল এসে ঘরে, কেঁদে কেঁদে কয়
তোরা যত ভালবাসিস সকলই আছে জানা।।
গোপাল আমার বাচুরের সনে, কেন পাঠাও দূর বনে
পায়ে কাঁটা ফুটে গোপাল কেঁদে উঠে, স্কন্ধে চড় কেনে
এটোফল সব দিসরে খেতে, ভাল ফল কি জোটেপ না।।
গোপাল আমার অন্ধেরই নয়ন, যাদু বাছাধন
দিব না যেতে রাখালের সাথে, আমার এ জীবন
মা তোমার গোপাল তুমি জান, মহিম কিছু জানে না।।