ত্রৈলঙ্গস্বামীর আজ্ঞা পেয়ে তখন।
আসামের পথে তাঁরা চলে দু’জন।।
নির্জনে থাকার লাগি দুই যোগীবরে।
উঠলেন চন্দ্রনাথ পর্বত শিখরে।।
সেথা এক বনমধ্যে দেখি বৃক্ষতল।
করলেন সেখানেতে নিবাসের স্থল।।
সে স্থানে কিছুদিন নির্বিঘ্নে কাটল।
দু’জনে সেই বৃক্ষতলেতে রহিল।।
অকস্মাৎ একদিন বিপদ ঘটল।
বনমধ্যে দাবানল জ্বলিয়ে উঠল।।
লোকনাথ দেখি বেণীমাধবেরে কয়।
বনমধ্যে এক যোগী রয়েছে নিশ্চয়।।
যাক হেথা, যাই আমি তার উদ্ধারে।
নতুবা সে দাবানলে দগ্ধ হতে পারে।।
দেখলেন লোকনাথ বনমধ্যে গিয়ে।
জটাজুটধারী যোগী রয়েছে বসিয়ে।।
লোকনাথ তাঁর দেহ কোলে তুলে নিল।
দাবানল হতে তাঁরে বাইরে আনল।।
এই যোগীর নাম আজ সবার বিদিত।
গোস্বামী বিজয় কৃষ্ণ নামে তিনি খ্যাত।।
অদ্বৈত আচার্য বংশে লভে জনম।
করেছিলেন তিনি ব্রহ্ম দরশন।।
চন্দ্রনাথের অবস্থান করে যে শেষ।
লোকনাথ চললেন দূর বঙ্গদেশ।।
গেলেন না বেণীমাধব লোকনাথ সাথে।
মনে স্থির করলেন যাবে কামাখ্যাতে।।
বললেন লোকনাথ হে সাথী আমার।
দরকার হলে পুন আসিও আবার।।
তারপর দু’জন কোলাকুলি করি।
লোকনাথ যান চলি গুরুদেবে স্মরি।।
আরো পড়ুন…
লোকনাথ বাবার মঙ্গলাচরণ পাঁচালী…
লোকনাথ বাবার আবির্ভাব পাঁচালী…
লোকনাথ বাবার বাল্যজীবন পাঁচালী…
লোকনাথ বাবার যোগ-সাধনা পাঁচালী…
লোকনাথ বাবার ব্রহ্মজ্ঞান লাভ পাঁচালী…
লোকনাথ বাবার দেশ ভ্রমণ পাঁচালী…
লোকনাথ বাবার পুনরায় দেশ ভ্রমণ পাঁচালী…
লোকনাথ বাবার সুমেরু যাত্রা পাঁচালী…
লোকনাথ বাবার চন্দ্রনাথ পর্বতে আগমন পাঁচালী…
লোকনাথ বাবার দাউদকান্দি গমন পাঁচালী…
লোকনাথ বাবার বারদীতে আগমন পাঁচালী…
লোকনাথ বাবার আশ্রম স্থাপন পাঁচালী…
লোকনাথ বাবার মহাপ্রয়াণ পাঁচালী…